যুগের হাওয়া লাগল যখন, জাগল আহা উড়ু মন
সাধ হল তার করবে খেলা, জয়ী হতে করে পণ
আড়াল করে সরল পাখি, সে দেখে কি বল তোমায়
কার নেশাতে রাখলে জমে, গহীন মনে প্রেম জমায়
মায়া বাড়ে দিনে দিনে, কবে যেন হয় দেখা
বল রেখে হৃদয় পাড়ে, উড়াল দিয়ে মেল পাখা
দক্ষ ঠোঁটে শুষ্ক হাসি, বাস্তবে তা বেমানান
মান ভাঙায় দুষ্ট বাঁশি, অভিমানে জল কামান।


ছবি দেখে ভাবল অনেক, সত্যি যেন রাজকুমার
খাজনা দিয়ে বাজনা বাজায়, রাজ্যে যেন প্রেমকুমার
পরী বোধয় আনল ধরি, লজ্জাবতীর লাজে নীল
আদর ভরা শত নাম, জাদু সোনার ভরা দিল
চোখের আলো উঠল ফুটে, কাটল তখন সকল ঘোর
সিঁধ কেটে সাধের ঘরে, আনছে ডেকে মাতাল চোর
ঝলমল তার স্বপ্নখানি, সাদা কালো নানা রং
বাড়ায় চরণ পিছন দিকে, ধরা খেয়ে হারায় ঢং।


মিথ্যে স্বপন ভেঙে গেল, কাঁকে খেল ঠুকে সাঁজ
ভণ্ড কোকিল সাজতে গিয়ে, সবি দেখি ফড়িং বাজ
চোখের দেখাও হয়রে ভুল, পর্দা টেনে করলি খোঁজ
সেই চাওয়া যে আবেগ ছিল, দীর্ঘ শ্বাসে বুঝলি রোজ
হাওয়াই মিঠাই হাওয়া হল, বল না ওরে সুখ কোথায়?
বিরহ প্রেম পোড়ায় স্মৃতি, দুঃখ লেখা মন পাতায়
খেলা যখন হল জ্বালা, দিবি বল কারে দোষ?
বুক ভরা পোড়া শ্বাসে, কেঁদে মরে বেলাবোস।