ঘোর নেশায় মাতোয়ারা, শীতে পর্বত শৃঙ্গ
নয়ন তুষারে মাখা, খেলা আজি সাঙ্গ
চাঁদের বাঁকা আলোয়, শাণিত পবন দোলা
সেই পথে চলে গেছে, যেই পথ ঘোলা।


বন হতে ফিঙ্গে, আসেনিকো উড়ে
সানাই বাঁজায়ে ডিঙ্গে, সাঁঝে ঘুমিছে মরে
নিষ্প্রাণ দেহ তার, নাহি হৃদ কম্পন
চির শীতে ঢাকা হায়, পাখিরও গুঞ্জন।


আঁধারে কাজল মোছে, নাহি পায় দিশা
ভরা বান করে গান, তবু জাগে তৃষা
দেখার বাসনা নিয়ে জাগবে, পূর্ণিমা তিথি
বাণীর জোয়ারে, সুর বাঁধবে পল্লীর গীতি।


হৃদয় মঞ্জিলে একা চাদরে, ঢাকা ছবি
ঝর্নায় ছোটে অবিরল, শ্যামলীর বাজে মল
নীড়ে হায় কোলাহল, শ্বাসেতেই চলাচল
রাতের হিমে থেমে থেমে, ডুবিছে রবি।


কত বছর ধরে বইতেছি, তোমার ভার
তুমিও হিমিকার মত, বাঁধা হল না ঘর
ঝুনঝুনে রোদের আলোতে, পুড়বে হিমিকা
চলতে চলতে হারাবার খুশিতে, হাসবে ক্ষণিকা।