বিশ্ব নাট্য মঞ্চে জাতিসংঘ সেজে আছে ভাঁড়
জানোয়ার ভরা ইটের বনে গরু ছাগলের খোঁয়াড়
দখল করা মাঠে স্বার্থ নীতির হয় আবাদ
মুখে কেবল মানবাতার ফুলঝুরি বুকে যুদ্ধ বিবাদ।


হাওয়ায় ভেসে গায় হেসে ভ্রান্ত সুরে উপহাস
মুক্তি কোথায়? পায়ের শিকল ওরা বানায় ক্রিতিদাস
নতুন দিনের স্বপ্ন ভঙ্গ বুঝে গেছি ছল
ভাই না হয়ে রাজা সাজে, নাড়ে কাঠি কল।


সেজে গুজে দেবে ভাষণ আর যা হওয়ার হোক
মাথায় রেখে হাত করে আশীর্বাদ, রক্ত চোষা জোঁক
অনাহারির মুখের খাবার কেড়ে নিয়ে দিলে দেয় কিছু
মজলুম জনতা উচু হয়ে পায়ে দলে, করে তোকে নিচু।


যুদ্ধ বাঁধায় করে অবরোধ, দুর্ভিক্ষে নানা রোগ
চোখের জলে ভাসা মানুষগুলো করে যায় শোক
একই জাতের গোঁড়া তাদের হিংস্র প্রাণীর লজ্জা
কে বলে সুস্থ বিবেক? পোকায় ধরা মজ্জা।