পুবালি বাতাসে দুয়ার ঘুচে
মন আমার কাব্য রচে
ভাবি নিষ্প্রাণ তারি অবদান
আছে দুঃখ সুখেরও ঘ্রাণ
শিউরে ওঠা সজল চোখে
ছলছল ঝর্ণা পাহাড় বুকে
অলক্ষে জাগে কৌতূহলী প্রান
আছে গভীর মান অভিমান।


অনন্ত শূন্য দিগন্তের পথে
দুজনে মিলব এক সাথে
সুরহীন ভাঙ্গা বীণার গান
তাল পাওয়ার ব্যাকুল ধ্যান
খেয়ালী মন খোঁজে বন
যেথায় লুকাবে অর্জিত ধন
মুছতে গেলে বাড়ে কালি
না রচে কেমনে ভুলি।


মূর্ছা সংগীতে চমকানো শান
সিদ্ধ সাধনায় করি সন্ধান
শুকায় নাগো রসের তুলি
না রচে কেমনে ভুলি
তপ বন ষড় কোণ
শ্রুতি ভরা সেই জন
হারাও দূরে রং ঢালি
শরৎ সন্ধায় দেই জলাঞ্জলি।