আমি শুনি তার শুনি, নুপুর পায়ের ধ্বনি
ছন্দ তালে ছুটে চলে, প্রেয়সী রূপসী মোহিনী
শীতল নয়ন হৃদয় আমার, করেছে হরণ  
গোলাপ হয়ে হৃদয় দ্বারে, করিযে বরণ।


ডুব সাঁতারে খুজব মণি, তোমার নয়ন মাঝে
বকুল মালা দেব গলে, মুখ ঢেকো না লাজে
চন্দ্রলোকের আলো দেব, একটু শুধু হাসো
তাঁরার ফুল এনে দেব, আমায় ভালোবাসো।


স্বপ্ন ছেয়ে পড়ে যখন, বরুণ রাঙা ঠোঁটে
দ্বিধায় মরি কখন যেন, মেঘে নেবে লুটে
ঘাস ফুলের আলতা মাখা, শুদ্ধ প্রানের স্বর
চুরির ধ্বনি ডেকে যায়, মনে তোলে ঝড়।


ফুল বীণে প্রেয়সী ফেলো না, হৃদয়ে রাঙা চরণ
ঝুমকো জবা খোঁপায় দেব, আজি করনা বারণ
মনের ঢেউয়ে তোমায় ভাসাই, চলছে পাতার খেয়া
শিমুল বনে শিমুল ফোটে, পেয়ে তোমার ছায়া।


মন আকাশে প্রিয় তুমি, আপন মনে জ্বল
বরণডালা দেব তোমায়, কাজল নয়ন খোলো
শীতল সুখে কাঁপে বুক, গোলাপ হয়ে মেলো
প্রজাপতির রাঙ্গায় ভুবন, আমায় বেসো ভালো।