আমি নীতিহীন ক্ষুব্ধ বালক, আগুনের ফুলকি ঝলক
ঝাঁকড়া চুলে বাজনা বাজাই, বেতালে ফাটাই ঢোলক
আমি গগণ বিদারী মৃত্যু ধ্বনি, ডাক দিয়ে যাই রেগে
আঁধার ভেঙ্গে মানবতা মুক্ত হবে, ওঠরে তরুণ জেগে
আমি তরুণ নিঃস্ব করুণ, শব্দহীন পায়ে চলি
ঝড়ের মাঝে যাই হারিয়ে, ঘূর্ণি হয়ে খেলি
নিশীথ রাতে ভীতুর ডাক আতঙ্ক ভূতের ছায়া
কামড়ে খাই ডাইনীর দাঁতে, মায়াহীন পাষাণ কায়া।


চোখ ফেটে রক্ত ঝরে কপাল কেটে নয়
স্থলের হায়না, জলের কুমির মারি কেবল ঘায়
কারো কাছে নিগুঢ় মিথ্যাবাদী কারো কাছে স্বপ্নের জাদুকর
উদ্বাস্তু সূর্যের আলো, যখন ফুটি পোড়াই অত্যাচারীর ঘর
আমি মানবতা মাপি এক চোখে দলাদলি না মানি
ত্রিশূল হাতে কেঁপে উঠি, অত্যাচারীর প্রকাশ্য খুনি
আমি পূঁজি সোনালী সত্যরে মিথ্যা শুনে হাসি
অস্ত্রহীন সৈনিক, চাইলে কেউ মারতে পার গলায় দিয়ে ফাঁসি।


বিশ্ব পথের যাত্রী সবাই পর নয়তো কেউ
ক্ষুধিত কাঁদে রাস্তায় পড়ে মরবে কেন সেও
ডান বাম করে শাসক বিভেদে কর পর
কারো মাথায় আঁচল বিছাও কারো মাথায় ঝড়
তুমি মানব বিশ্ব চালাও তাতে যায় আসে না কিছু
আমি মজলুমের পায়ের গোলাম জাত যে আমার নিচু
তীরের কণায় বিষ মেখেছি লিখছে কলম কালো
দৃঢ় বাসনা আমার কালো ঘুচে ফুটবে ভোরের আলো।


নীতি ভেঙে নীতি গড়ায় ওরে ওরাই অভিশাপ
নখের থাবায় ওদের গায়ে দেব আমি ঝাঁপ
বুকের কাঁপনে ঢেউ ওঠে উদ্দাম সাগর বুকে
মরা আইন পুড়ে ওড়াই প্রতিবাদের রোগে
কিসের নীতি স্বার্থবাদী, মিথ্যাবাদী ইচ্ছে মত গড়
ওহে প্রাণহীন কাঠের পুতুল, কার ছোঁয়ায় তুমি নড়?
আমার জন্য কাঁদবি না কেউ বিদায় নিয়েছি ঘুমে
আমি কুড়াল হাতে অজাত খুঁজি যাইনা কভু দমে।


চেতনা চোর মর্ত্য করে নরক, শর্ত সকল ভুলে
ক্লান্তি মাখা বিষাদ ছায়া যুদ্ধে দামাল ছেলে
এক গল্পে এক ছন্দে সুখখানি থাক বাঁধা
আঙ্গুল উচিয়ে বলি, আর না আসুক মৃত্যু ধাঁধাঁ
হাতের তলোয়ার ঝনঝন বাজে, দেয়াকে করি সংহার
মেঘে মেঘে তুড়ি বাজাই, কাঁসায় বাজে ঝংকার
ক্ষুধিতের মনে তৃপ্ত ছায়া দীপ্ত পায়ে চলি
মুক্ত পাখি পড়লে শিকল পায়ে পায়ে দলি।


সাদা কালো বিভেদ ভুলে আয় তরুণ মৃত্যু করি জয়
চাষার হয় ফসল চুরি, রক্ত চোখে চোরকে দেখাই ভয়
যুদ্ধে দুপা ছিন্ন হলে মুখে করি ভর
বুকের মাঝে বিজয় গেঁথে, উড়ায় দুরন্ত ঝড়
চোখের পলকে বিলাসী ধুমকেতু ফোটে শিমুল অঙ্গনে
জল মুছে বজ্র রবে, গর্জে ওঠে হাতের কঙ্কণে
হিংসা লুটায় প্রলয় মন্ত্রে তার ছায়া অপরূপ
শুদ্ধ হবে জ্ঞান পাপী সকল থাকবে চুপ।


মৃত্যু পুষি হাতের মুঠোয় চিত্ত ওঠে নেচে
আমি শ্বাস দিয়ে শ্বাস জাগায় বিশ্ব ওঠে নেচে
সরল মনে গরল কথা মুক্ত, মুক্ত হাওয়ায় দোল
বন্ধু আজি আঁধার ডুবায়, আঁখি সবে খোল।