শব্দের মত, তোমার হৃদয়ে
আমিও প্রতিধ্বনি হব প্রিয়তমা।

সোনা দিয়ে ঘাট বেধেছি
পা ফেলোনা পিছলে যাবে।

ভালোবাসা যেন কালো কয়লার আগুন
যত ছুই ততই জ্বলে উঠি
বলে উঠি
আগলে রাখা এই ভালোবাসা আমার।

প্রিয়তমা আমার
জীবন সাধনার প্যারাসিটামল।

মেঘলা দিন বড়ই বেরসিক
কেউ না থাকায় উদাসী এ মন।

প্রিয়তমা আমার
যেন গজে ওঠা নক্ষত্রের চারা।

আছে বৃষ্টি বিলাস
আছে ঘুম
শুধু তুমি নেই রোদ।

চন্দ্রমুখী, প্রেমের সুতোয়
বাঁধলে তুমি চুলের খোপা?

দীপালী সন্ধ্যায় সূর্য ডোবে
প্রিয়তমার কাচের মত দুটি চোখে।

অনুরাধা, বটমূলে আমার প্রতিক্ষার জীবন
ফিরবে কি কখনো তুমি?

ভালোবাসা আজ নষ্টদের দখলে।

এক গ্লাস অন্ধকার
এ যেন আমার ভয়ংকরতম নেশা।

আমি তোমার হৃদয় খোচা, শালিক পাখি
তুমি আমার বন্য হরীণ হবে?
ছুটব দুজন শীতল চোখে
প্রেমের খোজে হন্য হয়ে।

তোমার হাসি যেন কোহিনুর হিরা
এ ভুল ভেঙেছে আমার
পাঠকের কাছে এ এক অশালীন শব্দ।

তুমি নাম না জানা চারুলতা
ভীষন প্রেমের জোয়ার এলে, ভাসিয়ে দেব
হৃদয় মূলে গেথে রেখে
টেনে টেনে আনব কাছে।