হৃদয় ভরে যায় বিরহে
কে বলেরে শূন্য হৃদয়?
একদিন প্রেমের অভ্যুন্থানে
নীল চাদোয়া আর বৈরী হাওয়ায়
ঠিক দেখো
দীর্ঘশ্বাসে ভাসাবো তোমায়।


তোমার কান্নার মাঝে ছলনা
আর হাসির মাঝে প্রেম।


প্রিয়তমা, হৃদয় খুড়ে পেয়েছ কি মাটি?
অথবা জলের গভীরে জল?
বিধ্বস্ত নগরীর মতো আমাকেও কি
খুজে পেয়েছ আনকোরা
ইতিহাসবিদের ধূলো জমা পাতায়?


নিষিদ্ধ অবহেলায়
মানুষের জাগে করুণ আসক্তি।


আমার প্রেম আমার কবিতা
আর একাকি রাতে
অবাক দৃষ্টি নিয়ে চেয়ে দেখা
কালো চশমার ফ্রেমের আড়ালে
জমাট বাধা শিশির বিন্দু
খুজে বেড়ায় বিষণ্ণ ধূসর পূর্ণিমা।


নিঃসঙ্গতা আমার
জীবনের অতন্দ্র প্রহরী।


শশ্মান বুকে বেধেছি রঙিলা ঘর
রক্তিম দিগন্ত জুড়ে
বেদনর আনাগোনা
কান পেতে আজো শুনি
ছলনাময়ী বেহাগী কন্ঠস্বর।


তোমার চলে যাওয়া যত সহজ করেছি
ততই কঠিন করেছি তোমার মুক্তি।


ভেজা রোদ শুকাই
মাধুবী জোস্নার আলোয়।


দুটি মনের পরাগায়ণে
যে ফুল ফোটে
তার নাম স্বার্থহীন বিরহ।


হাত বাড়ালেই প্রেম খুজে পাই
আর বুঝে পাই মুঠো বন্দী হাহাকার।