তোমার বিরহের বারান্দায়
আমার নিত্য আনাগোনা।

তোমাকে আঘাত করার মতো
বিধ্বংসী অস্ত্র ছিল না আমার
ছিলনা অবহেলা, ছিলনা ঘৃণা
ফুলের পাপড়ি দিয়ে আঘাত
হয়না কখনো, তবু যেন আঘাত
দিয়েছি, খুব ভালোবেসে, খুব
ভালোবেসে।

তোমাকে মনে রাখা বিধিসম্মত
কিন্ত ভালোবাসা অন্যায়।

উপমার শিশিতে
কথাগুলো সব মিশে আছে
গন্ধ পাই তার, আকাশে বাতাসে।

পুড়ে ছাই হয় কবিতার খাতা
তবু পোড়ে না তোমার নাম।

শীতের কাছে ছ্যাকা খেয়ে
গরম জলে গোসল করা
প্রেমিকের পুরনো অভ্যাস।

বজ্র ঝলকে ঝলসে যায় পূর্ণিমা।

আমি বহুরুপী প্রেমিক
দিনের আলোতেই ঘরে সিধ কাটি
মনেমনে চুপিচুপি।

বিরোধী কষ্টরা মিছিল ডাকে
এ নগর ঘুমিয়ে আছে, তবুও
আমাকে যেতে হবে, আধার ভেঙে
একাই যাবে আমার প্রভাতফেরি
মনের মিনারে ফুল দেব, জল দেব
ধুয়ে দেব সকল ব্যাথা, বিনিময়ে আঘাত
দিও, ভেঙে দিও ভেঙে দিও।

মূল্যবান দুঃখ একজনে দিতে পারে
মূল্যহীন সুখ দেয় অনেকেই।

আমি তুমি রক্তমাখা সূর্য
আলোয় ফুটি আর অন্ধকারে ডুবি।

চেতনা আজ বেদনাময়।

আমি রসের প্রেমিক
তবে চরিত্রহীন নই।

আরেক জন্মে আমি শকুন হবো
খুবলে খাবো শাসকের নীল চোখ।