নীরব প্রতীক্ষায় থাকে উন্মাদনা
থাকে দীর্ঘশ্বাস
থাকে হারাবার বিশ্বাস।
এ যেন আমার দন্ডিত জীবন।


লিফটের আয়নায় দেখি
ব্যাচেলরের মুখ।


বিদায় বেলা প্রথম দেখা
স্বপ্ন আকি একাএকা
কল্পনার পথ ঢাকা
রংতুলির রং মাখা
এ আমার বিষন্ন গোধূলী।।


এসো হেটে আসি, দূর নক্ষত্র হতে
যেখানে আছে দুজনার অস্তিত্বের স্বাক্ষর।


পেট ভরলেই যায়না ক্ষুধা
যায়না ক্ষুধা গানে
ক্ষুধার জ্বালায় হয়নিতো ঘুম
সেইতো কেবল জানে।


তুমি আমি চায়ের লিকার
দুজনায় মিলে একাকার।


বন্ধু তুমি চাঁদের আলো, ভিজব সারা রাত
খুজব না প্রভাত, আমি খুজব না প্রভাত।


ভরা মেঘে, ভিজে যায়
জীবনের প্রচ্ছদ
তবু মুখর সোনালী স্বপ্ন।
জেগে থাক পৃথিবী, জেগে থাকো তুমি।


সেদিনের অপেক্ষায়
আজও কাটে বিরহ সময়
তুমি এলে না, তুমি এলে না।


হৃদয়ের বাসনা, আজ বড় অচেনা
বড়ই বর্ণহীন
তোমাতে বিলীন, আমি তোমাতে বিলীন।