নিজের হাতে টিপে টিপে গড়া
কষ্টের পাহাড় চূড়া হতে
আমাকেই গড়িয়ে দেবো একদিন
আমি আজ নিকোটিনের ধূয়ায়
আকি তোমার নিশ্চল মুখ
তুমি বিরক্ত মুখেই বলে যাবে একদিন
এতোটা উচ্ছৃখল প্রেমিক হয় কি কখনো?

বেওয়ারিশ মনের সন্ধানে
কেউ হাটুক হিমালয় হতে আলেপ্পাস
নিউরনের পথ ধরে
আমি পৈাছে যাবো
তোমার হৃদয় দুর্গে।

সরল মানবীর হৃদয়, এক জটিল ধাঁধাঁ
সমাধান খুজতে, হবো নিরুদ্দেশ।

চোখ দুটো বড্ড ঘোলাটে হয়ে গেছে
চেয়ে চেয়ে নিস্তেজ হয়ে গেছে নিউরন
তবু প্রতিক্ষা ফুরাবে না আমার
রাতের শেষে নিভে যায়, সোডিয়ামের বাতি
অন্ধ গলির প্রান্ত সীমায়
আমার জেগে থাকা।

তোমার এক একটি নিঃশ্বাস
যেন এক একটি রুপকথার গল্প।

দূরে গেলে জেগে ওঠে ভালোবাসা
চুলে হাত দিলেই ভাবো উৎপাত
আধো প্রেম আধো জ্বালা
এ যেন দুটি মনের কোমল সংঘাত।

দৃষ্টি সীমানার ওপাড়ে
হৃদয়ের অন্তরালে যার বাস
সে কি আমায় চেনে?

হাতের মাঝে হাতটি রেখে
মুড়িয়ে দিলে স্বপ্নগুলো
তোমার পথটি আলো করে
জ্বালিয়ে রাখি হৃদয় চুলো।

একাকী জীবনের পূর্ণবাসন দরকার
দরকার।

তোমার চোখে দেখি অশান্ত আকাশ
কখন যেন নেমে আসে মহা প্রলয়
অশ্রুকণা ভীষন রকম ঢেউ খেলে যায়
ফুসে ওঠা বারুদ জমা নদীর মাঝে।

তোমার মোমের মত মনে
সুখের আগুন লাগাই
পুড়ে পুড়ে জ্বলতে থাকো
দেখে আমি নয়ন জুড়াই।

যখন প্রেম শিখলাম
তখন দেখি
তোমাকেই ভুলে গেছি
হায়রে ভুলো মন আমার।