উড়ু মেঘে চিঠি দেব, পড়ে নিও স্বর্গে
আমি না হয় পড়ে রব, লাশ কাটা মর্গে।


মন জুড়ে ঘোর কুয়াশা
দেখিনারে বাচার আশা
এসে দাড়াই ভাঙা নদীর তীরে
কখন জানি পরান পাখি, যাবে বাধন ছিড়ে?


নির্জন পৃথিবীর, গুহায় করি বাস
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হওয়ার অভিলাষ।


ছোট বেলার বো
কোথায় তুমি গো?
আজকে আকাশ, দেখছ কেমন ভারি
তোমার মত লক্ষী অত, নাইকো সংসারী


একজনারি মনে ছিল বাস
ঘুমায় সে আদর পরশে
হয়ে কারাবাস
তার কবরে জাইগাছেরে ঘাস
কান্দে পরাণ, তার বিহনে।।


সুস্থ মন সুস্থ জীবন
যদি হয় বিবেকের উন্নয়ন
ধার করা স্বপ্ন দিয়ে
সাজাই রঙের জীবন।।


হে উচ্চৃখল স্বপ্ন সারথি
পৃথিবীর অন্ধকার দূর কর
জ্বালাও মানবতার উজ্জ্বল প্রদীপ।


স্বপ্ন ভাসা ঠোটের লাজে
আকাশ ছেয়ে উড়ি
আমি না হয় হলেম তোমার
মন আকাশে ঘুড়ি।


সাজিয়ে তার স্বপ্ন ভেলা
আজ কিছু না হোক বলা
শুধু হোক ছুটে চলা
সূদূর সীমানায়
আর দুর অজানায়।


প্রিয় তুমি তো কলমের কালি
আর হৃদয়ের ভাবনা
দুইয়ে মিলে কিছু কবিতার ছন্দ।


কে রাখবে কার খোজ
বোঝরে ও মন বোঝ
কার লাগি তুই হইলিরে পাগল?


জ্বলনে জ্বলনে মন, হবেরে শীতল
ঠুনকো আঘাতে ভাঙে, লোহা আর পিতল।