তুমি কি সেই তুমি? যাকে পাবোনা জেনেও
নিজেকে হারিয়ে ফেলে
তোমাকে খুজে পেয়েছি শতবার
প্রেমের হিমাংক দুইশত ডিগ্রী
তাপমাএায় নিজেকে জমিয়ে রেখেছি
অজানা শংকায়
তুমি কি সেই তুমি?

তোমার কথা মিষ্টি তাই অবাক হয়ে শুনি
হারাই খেয়াল নিঝুম রাতে স্বপ্নগুলো বুনি
তোমার মিষ্টি কথা শুনি।

সন্দেহ করাও এক শিল্প
যদি থাকে মনের জোর।

তুমি আছ মনে
নিও গো জেনে
বিদায় নিয়ে আবার ফিরে আসি
কেন যে তোমায়
এতো ভালোবাসি?

দেহের বিচ্ছেদ হইলে বন্ধু বাড়ে স্বার্থের ভাগ
মনের বিচ্ছেদ হইলে বন্ধু মনে কাটে দাগ।

আমিতো চরিএহীন পুরুষ নই
বেহায়া প্রেমিক মাএ
কারনে অকারণে তোমাকে জ্বালাই
তাতেই এতো লাঞ্ছনা এতো অপমান!!!

মনে যা হচ্ছে আমার
দেশ পুড়িয়ে করি ছাই
কয়লা দিয়ে দাঁতটি মাজি
আর সোনা যদি একটু পাই।

ভন্ড নেতার গুষ্ঠি কিলাই
পুষ্টি যে নাই মোটে
লবন খেলাম তাও কেন ভাই
পিঁপড়া ধরে ঠোটে?

দাড়াও সুরভী, সাক্ষী প্রভাত কিরণ সাক্ষী দিবালোক
মন্ত্র জালে বেধে আমায়, পোড়ায় দৃষ্টি অপলোক
রিক্ত পায়ে সিক্ত শ্রাবণ ভিড়ল যখন দ্বারে
ছায়া পাড়ে কে চিত্ত দোলায়, মারল অনাহারে?