তুমি ভালো থাকার বিনিময়ে
কিনে নিয়েছি এক রাশ কালো মেঘ।

আমার যতো হাসি
সবি বিষাদে ভরা
তুমি হাসলে হাসে
চিরচেনা বসুন্ধরা।

জীবনে কিছু সূচনা, কিছু বেদনা থাকে
কিন্তু সমাপ্তি হয় ক্লান্তিকর।

হৃদয় জুড়ে স্মৃতির চিহ্ন
সাক্ষী দুটি লাল চোখ।

আমি আমার মৃত্যু আনন্দে উল্লাস করি।

জীবন যেন জলের প্রদীপ
জ্বলতে গেলেই যায়রে নিভে।

ভালোবেসে ক্ষমা চাওয়া হয়নি
তাই আজও কাদতে হয় নীরবে।

এখানে সৎ লোকে শাস্তি পাবে
যদি কেপে ওঠো, তুমি হবে দেশদ্রোহী।

অনেক সান্ত্বনার পর
এলো একটু বেদনা।

নিজের অজান্তেই  
মৃত্যু দেখে হেসে উঠি বারবার।

তুমি আমি যেই হয়েছি গত
তার কাছেই করি মাথা নত।

স্বাধীনতা মানে শাসকের শোষণ থেকে মুক্তি পাওয়া নয়
শোষণের রুপ ও মাত্রা পরিবর্তন।