এক কোটি নিঃশ্বাসে হয়
এক মুঠো তরল বেদনা।


হৃদয় আকাশের গাংচিল হবে?
চাঁদ হোক আজ রঙিন ঘুড়ি।


ভরা নদী শূন্য হলে
সন্ধ্যা ঘনায় আকাশ জুড়ে।


জন্ম নবায়ন করে
মৃত্যু চেয়েছি বারবার।


বিষাদের জল ঘেটে
তোমার থেকে কিছু উত্তর চাই।


বরফ আমি
গলে যাব জেনেও ছুয়েছি আগুন।


নীড় গোছানো পাখি
হঠাৎ হবে হাওয়া।


বেদনার রসদ খুইয়ে
চাঁদ হয় নেশাগ্রস্ত।


কে জড়ায়ে দেবে গায়ে
মমতার বেনারসি?


সাশ্রয়ী মূল্যে বেদনা কিনি
চিনি না কেবল ব্যাথার রং।


বাইরে রঙ্গের খেলা
ভিতরে ধূসর দেয়াল।


মুখে হাসি চোখে জল
এ যেন বেদনার সংসার।


ঝলসানো সুখ যেন বাতাসে পোড়ায়
এ এক জলের জীবন, কলের জীবন।।