নীলিমা শোভায় আলোকিত আঁখি
যায় যায় ডেকে যায় সুরেলা পাখি
জমানো অতৃপ্তির বাসনা লয়ে
মানস পটের স্মৃতি ধুয়ে
তোমার আঁখির মাঝে, আমারে দেখতে গেলে
জল পদ্মে, হাজার বছর যাবে চলে
পত্রতো  নয় যেন, শীতে কাঁপা ঝঞ্জা পাল
বিভোর হয়ে হঠাৎ থামবে, ছুটে চলা মহাকাল।


পাপড়ি কাজলে ভরা, লক্ষ প্রেম পত্র
নিঃসৃত অবিরল, বাসনার ফুলেল ছত্র
আকুল পাপিয়া গাহে গান
মঞ্জুরি ঝংকারে নাচে প্রাণ
শুনিগো শুনি, নিরালে তোমারি গান
মর্মরে উড়ে এসে, ভাঙে সে ধ্যান।


রক্ত জবা পাপড়ি পলক
ছমকে ওঠা দেয়ার ঝলক
দিবানিশি ভালোবাসি, দোলে আমার হিয়া
একা আসে ঢেউয়ে ভাসে, ঘাটের তরী খেয়া
সুখ পেয়ালা খাঁটি গো খাঁটি
চাঁদ মেলিয়া সাজায় পরিপাটী।


আঁখির মাঝে তারা জ্বলে, ভারা মনের সুখ
তীরে যে বিদ্ধ হয়, যুদ্ধে শালিকের বুক
প্রবঞ্চনার খেয়ালে বেঁধেছি বাঁধ
পুনজন্মে ওই না আঁখি পাবার পরম সাধ
কন্যা মিটায়েছ সকল ঋণ
আঁখির মাঝে সদা বিলীন
ওহে ও ছায়া পদ্মিনী
কিসের দামে আজ তোমারে কিনি?