ঘুম আঁধারে সুখের স্মৃতি
যায়রে কোথায় যায়রে ভাসি
রক্ত ধুলায় দুটি আঁখি
আলতা রঙে গেছে মাখি
নিদ্রা কোলে দেখি যা
হাত বাড়ালে পাইনা তা
কূলে কূলে যায়রে দুলে
সাদা দইয়ের মেঘের জলে।


ছম ছম গভীর রাতি
ভূত হয় মরণ সাথী
কালো কেশে ঘুমটা ছাড়া
পিছু পিছু দেয় যে তাড়া
পাইনে খুজে সাধের ঘর
ক্লান্ত ছায়া করে ভর
ফুলের ছোঁয়ায় দোলে মন
হাতের মুঠোয় ধরা ধন।


কোকিল গায় মিষ্টি গান
রাজা হয়ে চিবুই পান
হাতে রয় মালা গাঁথা
কাঁটার ঘায়ে পাইরে ব্যাথা
সখির সনে বসবাস
মায়ায় কাঁদে মরা লাশ
অধর হস্তে করে দান
স্বপ্ন ভেঙ্গে খান খান


ধূয়া হয়ে উড়লি কোথায় সই
স্বপ্ন ঘুম হারিয়ে গেল কই?