শিমুল বনে বসে নির্জনে কাঁধে রেখে মাথা
বলিও সখি রঙে আঁকি মনের যত কথা
ফুলের রেণু পড়বে ঝরে তোমার খোলা চুলে
ভাবুক সুখে কাজল চোখে সবি যাই ভুলে।


সাহস নিয়ে কাঁপা গলায় তোমার মত বল
শীতল হাওয়ায় ধীরে ধীরে মনের দুয়ার খোল
মেঘ ভেসে যায় দূর গগণে, মন দিও না অত
তত গভীরে নিদ্রা স্বপন তোমায় দেখি যত।


চুরির ছন্দে বেলির গন্ধে উঠবে ভরে বুক
কেমন করে অত সময় থাকবে তুমি চুপ
চমকে ওঠ ধ্যান ভেঙে নরম কর গলা
আজ কে বুঝি শেষ হবে না প্রজাপতির খেলা।


ছলাৎ ছলাৎ নদীর জলে উঠবে যখন ঢেউ
নিখিল মাঝে তুমি আমি আর রবে না কেউ
অধীর হয়ে কেবল শুনি প্রেম কুমারীর গান
শালিক দোয়েল ময়না নেচে বইবে সুখের বান।


শিহরিত মনে ধর গোপনে, শক্ত করে হাত
হেসে হেসে ভেসে আসে আলো ভরা চাঁদ
বিধুর ধুয়ে যায় ছুঁয়ে মেঘ রাশি রাশি
তারি মাঝে লেখা আছে তোমায় ভালোবাসি।