শখের মরণ কামড়ে দাঁতে মরছি আমি অলস
বুদ্ধি ভরা পায়ের গিঁটে মাথায় কেবল খোলস
স্বার্থবাদী কৃপণ আমি পকেট রাখি চেপে
মেপে খাই নন্দ খানা গন্ধে উঠি ক্ষেপে
আক্কেল দাঁত ভেঙ্গে গেছে, চাঙ্গে ওঠে জ্ঞান
স্বপ্ন দেখি অজাত গলায় গাইব আমি গান
পকেট খালি জোনাক আলো ঝরছে কেবল মুখে
মিথ্যে প্রহর যাচ্ছে গুনে মরা পাতায় লুকে।


মিথ্যা শুনাই সত্য ঢেকে এইতো আলো ফোটে!
নিজের গালে মারছি তালি শূন্য যখন জোটে
কর্ম ভয়ে ছল চাতুরি শুনাই কেচ্ছা কথা
কিবা আমি কেউ জানে না আমার আগা মাথা
রসের হাড়ি ভীষণ ভারী, জলে ভরা কলস
কর্মহীন ভাবুক কবি ভণ্ড আমি অলস
জিদে আমায় ধরলে রে ভাই গাছে আমি চড়ি
ফুল নেই ফল নেই কুড়াই শুধু খড়ি।


সত্য আমি বড় হব অনেক জনেই ভাবে
দিনে দিনে হচ্ছি ছোট নিজের মনের চাপে
ব্যর্থ আমি স্বপ্ন দেখাই, স্বার্থ কোথায় বল?
নীতির বারুদ চলছে ছুটে সবি আমার ছল
খোঁচা দিলেও বুঝিনাতা আমি সবার বোঝা
কষ্ট তাদের তেষ্টা বাড়ায় চলছি আমি সোজা
ভণ্ড কবি ধাঁধার ছবি সত্য জনে কয়
ঘরের কোনে মনে মনে চাঁদ যে করি জয়।


কোকিল বদলে হয়েছি কাঁক বিশ্রী গলায় ডাকি
শাস্ত্র ভুলে ভাঙ্গা কূলে মিথ্যা স্বপন আঁকি
অনেক কিছুই যাই চেপে কটু কথা শুনে
বেহায়া আমি হায়া কম রাখিনা কিছুই মনে
স্নেহ করার সুযোগ বুঝে যাচ্ছি আমি খেলে
পীড়ন মনে দুখের কারণ আমি বেকুব ছেলে
কাজ কর্মে ধর্ম কর্মে বসে না যে মন
চাঁদের আলো ডুবছে মেঘে আজি ব্যাথার আয়োজন।


মিথ্যা ভরা গল্প শুনাই এ যে ভীষণ রোগ
কান্না দেখে নেচে উঠি হাসি মাখা শোক
নিজের মনে নাই যে বল পাপে আঁধার ভরা
সবাই দেখে ফুলের বাগান, আমি দেখি খরা
চঞ্চল মন ধরে ডাল এক এক করে গুনে
পড়ি মরি চিৎকরি মনের কথা শুনে
মুলোকে ভাবি কাঁচ কলা তাই খাই রেধে
পাতে দিয়ে শুটকির মিষ্টি খাওয়ায় সকল সেধে।


পারব বলে লাফিয়ে উঠি, বেলুন ফুটে ঢুস
পারিনা যে তাও মানিনা হয়না আমার হুশ
ভদ্র ভাবেন সকল জনে আকল বুদ্ধি দেখে
আমার মাঝে বদমেজাজ হঠাৎ ওঠে জেগে
ভুল হলে ভুল ভাবিনা, দেখি না পাকা চুল
ভুলের মাঝেই লুকিয়ে আছে সুবাস ভরা ফুল
সত্য যেন পাই ওগো নতুন দিনের দেখা
প্রার্থনা কর আঁধার কেটে ফুটুক আলোর রেখা।