তুমি থাকলে বেঁধে রাখলে হয়ত তোমাকে নিয়ে
ভাবনার সময়ই থাকত না
মনে রং মিশিয়ে, এক গুচ্ছ কাশ ফুল ছুঁয়ে
তোমার কোমল হাতে মেহেদী দিয়ে ছবি আঁকতাম
কোন এক জ্যোৎস্না ভরা রাতে দুজনে পাশাপাশি বসে
সবুজ মাঠের এক কোনে ভাবনার খোলা মনে
জীবন পূর্ণতার গানে গানে গল্প শেষ করতাম।


এইটুকুতেই থাকত বাঁধা, বুঝে নিও ওগো রাঁধা
তুমি নেই বলে আজ ভাবি
ছন্দের দ্বন্দ্বে, সুখ আর মন্দে, দীর্ঘশ্বাসে দুচোখ বন্ধে
স্মৃতির অতীত দুয়ার খুলে ভাবি, কেবলি ভাবি
খুজি শান্ত বিকেলে মানবহীন প্রান্তরে
হাফিয়া হাফিয়া পোড়া এই অন্তরে
রয়েছে পড়ে কেবলি পায়ের ছাপ
হারানোর বেদনায় কেবলি অনুতাপ।


আমি থাকলে বেঁধে রাখলে করতে অভিমান
ক্ষণিক কালে মনে মনে
কাঁচা ব্যবহারে আর অসাড় যন্ত্রণায়
বরফের দেয়াল গলে, গঞ্জনার মালা খুলে
ফিরতে বাহুডোরে তোমার স্তুতি বন্দনায়
বাজে বীণ চিন চিন, সাঁঝের গান পিছন ফিরে গাই
ধ্যান ফিরে না পাই, নীরবতায় মৌন নীরবতায়।


হয়ত তুমিও ভাব নীল দিগন্তে চেয়ে
মনের জানালা খুলে চোখের পর্দা তুলে
আমি ভাসি মেঘের জলে, কাছে আসি হাওয়া তুলে
দেখি প্রিয় কি করে থাক আমায় ভুলে
তুমি যত ডাক সুরে, ততই চলে যাই দূরে
অবশেষে শূন্য হাতে ফিরে যাও নীড়ে।


হয়ত পুরবেনা এ জ্বালায়
সত্যই একদিন হেরে যাবে স্বপ্ন বিয়োগের খেলায়
কত মায়াবী রাত ডাকে আকাশ তরী আলোর ফাঁকে
একা বলে সঙ্গে রাখে, জোনাক পাহারা দেয় নদীর বাঁকে
ফুলের সুবাস ঝঞ্জা পায়ে চলে দূরের পথে
তুমি নেই বলে মৃদু রাগে
তুমি নেই বলে কত বসন্তে ভ্রমর বসেনি আমার জীবন শাঁখে।


কত মিষ্টি বিরহের সাদা কালো ছবি
একে ক্ষণিক ধ্যানে চেয়ে থাকি দূর আকাশের পানে
যদি ভেসে ওঠে একবার সেথায় তোমার ছায়া
কতদিন দেখিনি তোমায় কাঁদে দূরে অজানায় কুড়িয়ে পাওয়া মায়া
স্বপ্নে পড়েছে মলিন আঁচ ঘুণ ধরেছে জীবনের পাতায় তুমি হীনা
রন্ধে রন্ধে ছন্দের মোহনায় বাজে কর্কশ সুরের বীণা।


এখন অঢেল সময় ভাবার জন্য অন্ধ পিঞ্জিরে বদ্ধ পাখি
করেনা নাম ধরে আর ডাকাডাকি
অবসারে ভাবে যেই যাবে চলে, ভাবনার পূর্ণতায় না রবে শূন্য
পুড়ছে প্রান ছড়ছে ঘ্রাণ মুগ্ধ হয় হৃদয় পাতা, হই আরও খাঁটি হই আরও ধন্য
চলতে চাই এভাবেই একা, হয় যদি কভু দেখা
আমারে তুমি করনা ঘৃণা
প্রশ্নবানে করনা ঘায়েল, সুর হারাবে ছন্দের পায়েল
স্বপ্ন বলতে আজ শুধু তুমি, এখন শুধু নীরব কল্পনা আর শুধু ধূসর আল্পনা
আজি এইতো আমার ভাবনা গো আজি এইতো আমার ভাবনা।


ইনিয়ে বিনিয়ে প্রিয়ে করনা অভিমান, হয়ত হবে এ লেখা তোমারি দান  
আর করুণা করে আমারে করোনা প্রত্যাখান
দানের পাত্রের সনে আর করনা সন্ধি
সরল চোখের চাহনি দিয়ে আর করনা বন্দী
তোমারে করি শ্রদ্ধা করি সন্মান
আজি এ ভরা ভাবনার না হোক অবসান।