বিরতিহীন নাম না জানা এক্সপ্রেস যাবার পরে,
মেঘলা আকাশে জৈষ্ঠ্যের নীরব অপরাহ্নে  
আমি ছিলাম রেললাইনের যাত্রী ছাউনিতে বসে।
পূবালী বায়ুতে এলোমেলো কেশে তুমি যাচ্ছিলে
                                           সেই পথে।
নির্জন ঐ শান্ত প্রকৃতিতে তুমি আমায় ডেকেছিলে
নরের প্রতি নারীর চিরচায়িত ইশারাতে।
ভয় লজ্জার বিশাল বাধাতে আমার হয়নি
জানা কিছুই সেদিন তোমাকে।
সোজা রেলপথ ধরে,ছাপিয়ে গেলে
যখন আমার দৃষ্টির আড়ালে-
বসে থেকে ছিলাম তবু আমি তুমি ফেরার
              অনিশ্চিত আশাতে।
আসনি ফিরে সেদিন তুমি আর আমার
                ভাষাহীন ডাকে।
তাইতো আজও রয়েছে তুমি আমার কৌতুহল ভরা
                        হৃদয় পটে।