প্রেম,তুমি এসেছিলে এই বুকে-
তপ্ত মরুর মাঝে বৃষ্টি হয়ে।
প্রেম,তুমি এসেছিলে এই বুকে-
নদী তীরের কাশবনের দখিনা পবন হয়ে।
তুমি এসেছিলে অমাবস্যা রাতের শেষে-
ভোরের সূর্যের আলোকের ঝলকানি হয়ে।
তুমি এসেছিলে তৃষ্ণার্ত মুসাফিরের-
তৃষ্ণা মেটানোর জল হয়ে।
তুমি এসেছিলে দূর্গম পথের-
অবিচল সাহসী সাথী হয়ে।
প্রেম,তুমি এসেছিলে রণক্ষেত্রের-
রণ জয়ের হাতিয়ার হয়ে।
প্রেম,তুমি নেমে এসো ধরনীর বুকে-
কাল থেকে কালান্তরের জন্য স্থায়ী হয়ে।