আমি একজনা নিরহারা পাখি, সর্বত্র আমার বসবাস,
হয়না কোন জায়গায় বাস।
এই মোর জীবন খানা পদে পদে করছে দুঃখ তাড়া,
আমি দুঃখী আমি একা আমি কষ্টের ফেরিওয়ালা।
ভাবছি তিস্তা নদীর তীরে বসে ক্ষুধার্ত নয়নে,
কোথা গেলে একটু সুখ পাবো।
কত দিন ছিনু তিনুরাম বাবুর বাড়িতে,
ছেড়ে দিয়েছি তার বাড়ি নিজের কর্ম দোষে।
মৃগেন বাবুর বাড়িতে করছি কৃষি কাজ,
দু-মুঠো অন্ন পেটে তুলে দিতে।
ছেড়ে দিয়েছি লেখাপড়া ক্লাস অষ্টম শ্রেণিতে,
বাপের লক্ষ্য টাকা ঋণের বোঝা কাঁধে।
সুখের ভিড়ে দুঃখ করছে তাড়া,
এই আমার জীবনের কাব্যকথা।
অনেক দুঃখ বহুবেদনা ,অভিমান পোষে পোষে
জীবন করছি ছাড় কার।
দুঃখ ভুলতে ধরছি নিকোটিন,এ যে হৃদয় পুড়ে করে কয়লা।
সুখ তো নেই এ জীবনে,আমি কষ্টের ফেরিওয়ালা।