গরীবের ঘরে জন্ম আমার
দু’চোখে রঙিন স্বপ্ন হয়না পূরণ
টাকার অভাবে মনের আহ্লাদ মরে
দু’চোখে রঙিন স্বপ্ন আকাশে উড়ে।


অভাবের যন্ত্রণায় পেটের দায়ে,
নিত্য করি জীবন যুদ্ধে সংগ্রাম।
তবুও এই সভ্য সমাজে অসভ্যরা
পিঠে মারে পেটে মারে এরাই নাকি মানুষ।


গরীব বলে ভালোবাসেনা কেউ
ক্ষমতা টাকা নিয়ে গরীবদের করে উপহাস,
নিষ্ঠুর হয়ে স্বপ্ন টুকু নেয় কেড়ে
মানবতা আজ স্বার্থপর।