নেতা হলো রাঘববোয়াল
ধনকুবের এ খোঁজে....
ধনে মান নেতা সাহেব বুঝে।
পাতি নেতার খাই খাই,
যেটেসেটে দান মারে,
গলার লম্বা আওয়াজ ছাড়ে।
চামচা আছে বহুপ্রকার
এদের জাত স্বভাব চামচামি,
দুই পক্ষের কানমন্ত্রের দালাল।
এই হচ্ছে বর্তমান পরিস্থিতি
নীতি কথার ভাত নাই,
হক কথার দাম নাই,
গুণীব্যক্তির কদর নাই,
ভদ্র সমাজে সম্মান আছে,
দুর্বল ভজে সবলে খোঁজে।
এই সমাজে প্যাঁচ আর প্যাঁচ,
আইনের প্যাঁচ কথার প্যাঁচ,
আমলাদের মধ্যেও প্যাঁচ,
দুই পক্ষে হাতাহাতি আহামরি
তৃতীয় পক্ষ চাঁদাবাজি।
পাবলিক করে আমতাআমতা,
সরকার আর করবে কি?
আমি আমরা আর এক বোকা,
হামরা জনগণ নো হায় ভালো!