১৯৭১ সালে ৭ ই মার্চ
বঙ্গবন্ধু দিলো যুদ্ধের ডাক।
দেশটাকে স্বাধীন করতে
বীর বাঙ্গালী জাগো সব।
অস্ত্র হাতে যুদ্ধ করে নয়টি মাস
বীর বাঙ্গালী দিলো তাজা প্রাণ।
৩০ লক্ষ্য শহীদের রক্ত,
দুই লক্ষ্য মা বোনের সম্ভ্রমহানি বিনিময়ে
বীর বাঙ্গালী পেলো স্বাধীনতার প্রাণ।
বীর বাঙ্গালীর ভয়ে পাক বাহিনী
এ দেশ ছেড়ে পালায়।
বীরের জাতি বিজয় নিশান উড়িয়ে ফিরলো
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।