বোকা
বিপুল চন্দ্র রায়
সাদা মনে নাই কাঁদা,
দেইনা কারো ধোকা।
আমি সহজ সরল সাদা
বউয়ে বলে ওরে গাধা।
খাও শুধু হুঁকা
বুদ্ধির নাকছে কুপা
একারণে খাও বকা
এবার হবে সোজা।
চালাক-চতুর যারা,
মানুষ ঠকায় তারা।
বোকার স্বর্গে করি বাস।
আমি হলাম বোকা।