বনজুড়ে
বিপুল চন্দ্র রায়
সবুজ পাতায় ঘেরা বন,
থাকে সেথায় নানান প্রাণী।
গাছের ছায়ায় শীতল হাওয়া,
দুঃখ ভুলি সব পাওয়া।
জীববৈচিত্র্যের এ এক খেলা,
প্রকৃতির অসীম লীলা।
বনে থাকে বাঘ মামা,
গায়ে তার ডোরাকাটা জামা।
বনে রাজত্ব করে একা,
সারা বনে তার রাজার খ্যাতি।
কেঁপে ওঠে বন তার গর্জনে,
সবাই ভয় পায় ক্ষণে ক্ষণে।
হাতি চলে শুঁড় তুলে,
লেজ নাড়ে দুলিয়ে দুলে।
নেই তার কোনো ভয়,
শক্তির জোরে করে জয়।
ধীর পায়ে চলে ধীরে ধীরে,
যেন বনের শান্ত প্রাণী।
ঘোড়া ছোটে চলে বনে,
ঘাস খায় মাঠে মাঠে।
বনজুড়ে কত খেলা,
এভাবেই কাটে সারাবেলা।
মুক্ত হাওয়ায় ছোটে সে দুর্বার,
নেই যেন কোন ক্লান্তি তার।