বাবার যদি থাকতো টাকা,
হয়তো হতাম মানুষ -অমানুষ,
করতাম কত কীর্তি
শুনতো দেখতো বাবা- মা,
কষ্ট পেতো ভীষণ যদিও
বলতোনা সন্তান হিসাবে কিছু।
বাবার যদি থাকতো টাকা,
বাস্তব লাইফ হতো না দেখা।
হায়!বাস্তব লাইফ যে কত কঠিন?
ঘাম ঝরে টাকা কামাই,
বাবা-মায়ের সেবা করে পুণ্য কামাই।