ধরার বুকে খরা
বিপুল চন্দ্র রায়
আজ ধরায় চলছে খরা,
গাছ নিধন করছে কারা?
কোথায় গেল ছায়া,
কোথায় স্নিগ্ধ বাতাস?
শ্বাসরুদ্ধ প্রকৃতি আজ,
নেই কোন প্রাণের বিকাশ।
সবুজ পৃথিবী ধ্বংস করছে যারা,
দেশ জাতির শত্রু তারা।
এসো রুখে দিই,
এই ধ্বংসের কালো হাত।
গাছ লাগাই, বন বাঁচাই,
শান্তিতে বাঁচুক ধরা।