আমি গরীবের সন্তান
          ছুটা কাজ কর্ম করি ভাই,
                 দিন আনি দিন খাই,
                        সুখে দুঃখে জীবন ভাই।


ইট পাথরের বাড়ি নেই,
        ঘর আছে খড় কুটোর,
              সারাদিন পরিশ্রম করে,
                     রাতে সুখের ঘুম ঘুমাই।


গরীব বলে ডাকে সবাই,
      মনে নেই কোন দুখ।
              বিধাতা বানিয়েছে গরীব
                    এ যে আমার কপালের ভোগ।