আমি তো লেখক হতে চাইনি
বিপুল চন্দ্র রায়
আমি তো লেখক হতে চাইনি,
চেয়েছিলাম হতে অন্য কিছু,
হয়তো হবো কোনো অচেনা পথিক,
কিংবা হবো স্বপ্নের ফেরিওয়ালা।
ভাবিনি কখনো শব্দ বুনে গড়বো কোনো ভুবন।
কলম আর খাতার সাথে ছিল না সখ্যতা,
শব্দ বুনতে জানতাম না, ছিল না কোনো দক্ষতা।
তবু কেন আজ এই নির্জন রাতে,
শব্দেরা ভিড় করে মনের ক্যানভাসে?
হয়তো কোনো গোপন বেদনা,
অব্যক্ত কোনো সুর, জীবনেরর গল্পকথা
পিছুটান দিয়ে যায় অবিরত দূর বহু দূর।
আজ আমি লিখি, না চাইতেই এক লেখক আমি,
ভেতরে লুকিয়ে থাকা সত্তা, এখন বাঁধনহীন।
জানি না কোথায় নিয়ে যাবে এই লেখার পথ,
তবুও লিখি, কারণ এটাই আমার একমাত্র রথ।