আমরা শ্রমিক ভাই
গার্মেন্টস খাটতে যাই।
৮-১২ ঘণ্টা কারাবন্দী
জীবন যুদ্ধে লড়ি।


সুঁই সুতোয় নিত্য সেলাই
পোশাক জামা-প্যান্ট।
সামান্য ভুলে গালি মিলে
চোখের জল ঝরে নিত্যদিন।


বুকে শত কষ্ট চাপা,
মেশিনের ঘুরাই চাকা।
মুখে হাসি মুখের বল
জীবন নয় মোটেও সচল।


রক্ত পানি করে,
ঝরাই গায়ের ঘাম।
মালিক পক্ষ হলো লাভবান
আমার শ্রমিক অচল।


শ্রমিকের শ্রমে গড়ছ
সুউচ্চ রাজ প্রাসাদ।
আমরা শ্রমিক ভাই
শ্রমিকের অধিকার চাই।


দেশ উন্নয়নে সমাজ বিনির্মাণে
রাখছি কত অবদান।
কারো কাছ থেকে পাইনা
আমরা শ্রমিকের ন্যায্য দাম।