পঁচিশে বৈশাখ আজি
চির উদ্ভাসিত রবি।
বিশ্বজুড়েই খ্যাতি তাঁর,
রবি ঠাকুর নাম তাঁর।
বাংলার কবি,বিশ্বের কবি,
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
আজি পুণ্য শুভ দিনে,
হে কবিগুরু লও প্রণাম।