সম্মুখে মহাজন বলছে,
ঋণের ভার বইবে আর কত কাল,
কত পুঁজি জমিয়েছ এতকাল?
ভবপারে হবে পার
কত আনা আছে তোমার,
শূন্যে শূন্যে উড়ে;
ধরায় মিলিবে কি?
যদি না থাকে পুঁজি
দ্বারা পুত্র-পরিজন
কি করিবে তোমার।
জীর্ণ-শীর্ণ অবসন্নদেহ,
গতি শক্তিহীন যায় যায় প্রাণ,
ভয়ার্ত-ক্ষুধার্ত অস্থির,
কে তুলিয়া দেবে সর্বাঙ্গে-
আপন যত্ন আদরে স্নেহ  ভালোবাসা।
যখন কণ্ঠে উচ্চারিত শব্দ বাজেয়াপ্ত,
তখন আশীর্বাদ রূপে আহ্বান করিব,
হে মহাজন!প্রণাম;
আমার জীবনের গল্প
আমার ভবিষ্যৎ মৃত্যু।