হ্যাঁ, কবিতা আমি তোমার কবি,
তোমাকে পাওয়ার জন্য উন্মাদ,
তোমাকে দেখার জন্য ছুটে যাই,
গ্রামের সরু পথ প্রান্তর হেঁটে হেঁটে,
অথচ এই গ্রাম আমার জন্ম,
তবুও  তোমাকে দেখতে চাইনা,
                কবিতা!
কাল বৈশাখী  ঝড়ে উড়িয়ে নিল,
আমার বাপ দাদার  বাস্তুভিটা,
নেই আমার মাথা গোঁজার ঠাঁই,
চোখের সামনে বাপ দাদার  ধ্বংস
দেখেছি,দেখেছি একর একর জমি
তিস্তা নদী গর্ভে বিলীন হতে,হায়!
দেখেছি মৃত্যুর শঙ্কা।
অথচ এই গ্রামে দেখিনি তোমাকে
                 কবিতা!
কি করেই বা তোমাকে দেখবো বলো,
তুমি তো জন্ম গিয়েছো প্রকৃতির মাঝে,
অথচ  কবিতা তুমি আমায় ভালবাস,
রোজ নীল খামে চিঠি লিখে পাঠাও,
আমি তোমাকে ভালোবাসি কবি,
উত্তর নেই, আমি নির্বাক!
তোমার  ঘুম ভাঙে সুরেলা সুকন্ঠী কোকিল কন্ঠে,
নদীর ধারে বসে দেখছো আকাশ,
দেখছো দূর আকাশে ওই ধ্রুব তাঁরা।
ভেবে নিও ওই ধ্রুব তাঁরা ই তোমার কবি।
আমার ঘুম ভাঙে শহরে জনকলরবে,
এখানে ব্যস্ত শহরে ব্যস্ত আমি তবুও
কবিতা  ভালোবাসি আমি তোমাকে।