জীবন যেন এক দীর্ঘ মহাকাল
বিপুল চন্দ্র রায়
রাজারহাট-কুড়িগ্রাম।

নিঃশ্বাসে নেই আর স্পন্দন,
হারিয়ে গেছে সব ক্রন্দন।
শূন্যতা শুধু চারিদিকে জীবনে,
হৃদয় যেন এক মৃত পাথর ।
স্বপ্নগুলো ভেঙে চুরমার,
নেই কোনো বেঁচে থাকার পথ।
তুমিও নেই ওগো প্রিয়দর্শনী
কষ্টের কথা কারে বলি।
যারে বলি তারাও
আমার মত হতাশায় ভুক্তভোগী
ওদের কষ্টের কথা শোনে
আরো বুকে দ্বিগুণ কষ্ট বাড়ে তাই
বুকের আগুন নিভাতে আগুন জ্বালাই,
মৃত্যুর কথা জেনেও
নিকোটিনের ধোঁয়ায় হৃদপিণ্ড পোড়াই।