সেদিন অপরিচিত দুজন দুজনা
কেমনে আত্মার বন্ধনে বেঁধে
এক ছাদের নিচে কত কাল
সুখ দুঃখ,হাসি-কান্না মিলে
কাটিয়েছি দিন রজনী।
অথচ প্রতিশ্রুতি দিয়েছিলে
জীবন মরণে পাশে থেকে
সাহস শক্তি অনুপ্রেরণা জাগিয়ে যাবে
জীবনের অন্তিমকাল পর্যন্ত।
অথচ ইদানীং
সময় হয়না খোঁজ খবর নেওয়ার।
আমার প্রতি তোমার এত অভিযোগ
অনুরাগ  মান অভিমান আক্ষেপ।
আমি নির্বাক!
সেদিন বিচ্ছেদ ঘটিয়ে চলে গেলে,
স্মৃতি রেখে গেলে জীবন চিত্রপটে।
অথচ একবার ভাবলেনা ভুল ছিল দুজনার
সব ভুলে এসো আবার এক হই।
তোমাকে হারিয়ে বুঝেছি  ভালোবাসা
কোন কিছুর বিনিময় বেঁধে রাখা যায়না।