অস্তিত্ববাদী একটি  নীতি মাত্র,
অঘটন,ঘটনা  সূচনা_
ভীতি,অপরাধ-দ্বন্দ্ব,অসন্তোষ,মৃত্যু
মানুষের জন্য প্রান্তিক পরিস্থিতি।
মানুষের আত্মিক অভিজ্ঞতা অস্তিত্বের প্রান্ত,
আবার প্রান্তকে অতিক্রম করে অনস্তিত্বের সূচনা।
মানুষ মাত্র অমোঘ এবং অনিবার্য,
আবার অস্তিত্ব থেকে অনস্তিত্বে উৎক্রমণ।
যথার্থভাবে_
ন্যায়- অন্যায়, ভালো- মন্দ, সৎ-অসৎ
বিসংবাদের মীমাংসা নীতিগত সুনির্দিষ্ট সিদ্ধান্ত কেবলমাত্র -
প্রান্তিক পরিস্থিতির অনিবার্যতা উপলব্ধি।
তেমনি_
ন্যায় থেকে অন্যায়,ভালো থেকে মন্দ,
সৎ থেকে অসৎ, সূত্রপাত হতে পারে
পরিস্থিতি তৈরি হলে,তবে সিদ্ধান্ত উপলব্ধি।
কোনটি সত্য কোনটি মিথ্যা,কোনটি ন্যায় কোনটি অন্যায়
যথার্থভাবে_
যুক্তি চিন্তা দারাই সমাধান টানা যায়।
যেমন,
মানুষ মরণশীল প্রমাণিত সত্য কথা
তেমনি মরণের পূর্ব মুহূর্ত অপেক্ষা  করতে হয়েছে  
কোন পরিস্থিতির কারণে মৃত্যু হবে,
তবে এই পরিস্থিতি প্রান্তিক পরিস্থিতি।