তিস্তা নদী ফিরে পায়
যখন চিরযৌবন!
এ-কূল ভাঙে ও-কূল গড়ে,
এই তিস্তা নদীর চলন-বলন।
তিস্তার বুকে নেই স্রোত,
স্রোত হারিয়ে তিস্তা নদী
এখন মরা বালুচরে ভরা।
এই বালুচরে সোনা ফলে,
কৃষক ঘরে ফসল তোলে,
কৃষাণী মন ভরে হাসে।
শতশত কামলা দল বাধে,
তিস্তার বুকে স্বপ্ন আঁকে।
                                                 রাজারহাট-কুড়িগ্রাম।