দেশ দেশান্তরে ঘুরিয়া
মুই পাইছোং তোরে দেখা,
ও মোর পরাণের সজনি
ভালোবাসার কথা শুনিয়া যা।
এত বছর ধরিয়া…
বুকের ভিতর আগলে রাখিয়া,
তোরে ভালোবাসোং দিবা-নিশি ধরিয়া ,
ও মোর পরাণের সজনি
তোর জন্য হইনুং-মুই পাগলা যে।
বিয়া-সাধি করবারই যদি হয়
তোরে বিয়া করে আনিম ঘরে
এই স্বপ্ন নিয়ে বাঁচোং মুই প্রতিদিনে।
বাড়িত মুই কৈছোং যে,
তোরে যদি নাপাং
এই জীবনেই রাখিমনা বাঁচিম না
এই জগত সংসারে।
ও মোর পরাণের সজনি
ভালোবেসে কাছে থাকিয়া যা।
তোর ভরণ পোষণের দায়িত্ব নিয়া
ভালোবাসিয়া রাখিম বুকতে
ও মোর পরাণের সজনি।


                                                            রাজারহাট-কুড়িগ্রাম
                                                            রংপুরী ভাষা(আঞ্চলিক)