গরীবের সংসার,
দিন আনি দিন খাই।
ভালো মন্দ তরকারি,
কেনার সামর্থ্য নাই।
এবেলার ভাত ওবেলা ,
পিঁয়াজ মরিচ দিয়ে খাই।
ছাওয়া মোদের তিনটা,
মুখের দিকে চায়।
মজা কিনে চায়,
কিনে দিতে না পাই।
পকেটে  টাকা  নাই,
মনে কষ্ট পাই।
মনরে বোঝাই-
গোলমালে জীবন।
একাল পরকাল,
গরীবের সুখ নাই।


                                                                            রাজারহাট -কুড়িগ্রাম