প্রিয়তমা
বিপুল চন্দ্র রায়
আমি-
স্বপ্ন দেখছি
নীল খামে চিঠি লিখে
রাস্তার মোড়ে  দাড়িয়ে
এক গুচ্ছ গোলাপ হাতে
আমার সন্ধানে রোজ করো অপেক্ষা।
আমি-
স্বপ্ন দেখেছি
চুল উড়িয়ে -লাল টিপ- নীল চুড়ি -
নীল শাড়ি পড়ে এসো,
আমার কাছে,এসে বলো,
আমি ভালোবাসি তোমাকে।
কিন্তু আমি -
স্বপ্ন দেখছি
তুমি আমার বৌ হবে
তোমার আমার হবে যৌথ জীবন
কুঁড়েঘর রব এক সঙ্গে -
জীবন মরণে সারা জনম।
কিন্তু আমি -
স্বপ্ন দেখছি
স্বপ্নতো স্বপ্ন -ই  হয়,নয় যে বাস্তব,
তবুও খোলা চোখে বাস্তবে আজ বলছি,
আমি ভালো বাসি তোমাকে,সত্যি !
            প্রিয়তমা!