আষাঢ়ের বৃষ্টি
বিপুল চন্দ্র রায়
আকাশে ঘন কালো মেঘে ঢাকা,
গুরু গুরু মেঘের ডাক হাঁকে।
বিদ্যুতের চমকে ঝলকে ওঠে আলো,
ভেসে আসে বৃষ্টির মিষ্টি গান।
পাতায় পাতায় জলকণা গাছের স্নান ,
মাটির সোঁদা গন্ধে ভরে ওঠে মন।
শিশির ভেজা ঘাসফড়িংয়েরা নাচে,
নতুন প্রাণের ছোঁয়া যেন সবখানে।
শহরের কংক্রিটে, গ্রামের সবুজ মাঠে,
বৃষ্টির ছন্দে যেন সব বাঁধা পড়ে।
নতুন এক সুর বাজে প্রকৃতির বীণায়,
আষাঢ়ের বৃষ্টিতে ধরণী জুড়ায়।