কপালের লাল টিপ
বিপুল চন্দ্র রায়
প্রথম দেখায় তোমার কপালের লাল টিপ,
যেন ভালোবাসার রক্তিম গোলাপ এক।
কত সন্ধ্যা গেছে হাতে রেখে হাত,
তোমার কপালের টিপ ছিল আলোর সাথ।
সেই আলোতে দেখতাম স্বপ্ন হাজার,
ভালোবাসার বাঁধনে বাঁধা ছিল দু'জনার।
টিপের আড়ালে ঢাকা ছিল রূপের গুণ,
সেদিন থেকেই তুমি আমার প্রাণের বিশ্বাস,
আজও যখন দেখি কোনো নারীর কপালে টিপ,
চোখের কোণে ভাসে তোমারই প্রতিচ্ছবি।
মনে পড়ে যায় সেই ফেলে আসা দিন,
তুমি যেন আজও আমারই হৃদয়ে বিলীন।