দ্রব্যমূল্যের  যে ঊর্ধ্বগতি মানুষ খাবে কি?
কাক শকুনের দখলে সিণ্ডিকেট ভরা,
প্রত্যেক জিনিসপত্রের দ্রব্যমূল্য বাড়া,
এ রকম হয় যদি জিনিসপত্রের দাম,
সাধারণ জনগণ বাঁচবো কেমনে ভাই!


দিন আনি দিন খাই গরীবের সংসার,
ভালো খাবার জোটেনা খাই ডাল-ভাত।
তার উপরে বাজার গরম খাব আমরা কি?
বাজার গিয়ে দাম শোনে কপালে হাত,
আনছি কিনে কচু পাতা শাক।


এ রকম হয় যদি দ্রব্যমূল্যের বাজার গরম,
হবে আমাদের মত সাধারণ মানুষের মরণ।
দুর্নীতি আর চোরে ভরে গেছে দেশটা নাই তাতে ভুল,
হায়েনারা শকুনেরা লুটে খেয়ে সুখে আছে বেশ,
এরাই ধ্বংস করলো আমাদের সোনার বাংলাদেশ।