হে মানুষ মনুষ্যত্ব জাগাও!অন্যায় রুখে দাও।
সত্যের করো জয় গান,মিথ্যার করো বর্জন।
ভেঙে ফেল কু-প্রথা,দুর্বলের উপর সবলের আঘাত,
হে মানুষ জেগে ওঠে করো প্রতিবাদ।
হে সমাজের অধিপতি,
জীর্ণ -বস্ত্র শীর্ণ- গাত্র,ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ-
তোমরা কি দেখনা এই চিত্র।
তোমার যারা সমাজে উচ্চ মঞ্চে,
তোমারই সমাজের সন্তান,
আমরা যারা গরীব তারা কি কৃতদাস।
তোমরাও মানুষ আমরাও মানুষ
তবে কেন এমন বিচার, হে!ভেবে দেখ-
যেদিন হৃদয় মাঝে জাগিবে মনুষ্যত্ব,
সেই দিন দেখিবে মানব শান্তি বাতিঘর।
এই বিশ্বের মাটিতে মানুষের ঘরে ঘরে,
রবে শুধু করুণা, প্রেম-প্রীতি, ভালোবাসা,
সেই দিন ফুটবে মাঠ ভরা ধান্য শীর্ষ দূর্বা।
তবেই ধরণীর বুকে শান্তি আর শান্তি।
হিংসা-বিদ্বেষ, হত্যা -খুনে কোন সমাজ গড়ব,
আয়না রে মিলন মেলায় সম্প্রীতর সেতুবন্ধনে।
গড়বো মোরা নতুন সমাজ রচিব মোরা অমর আলো,
দেখিব মোরা স্বপ্ন করবি মোরা বিশ্ব জয়।
সবার দুঃখ সুখে পাশে মুক্ত উদার মনে
সেবা সাম্য প্রীতি বিনিময় আসে,
তবেই হৃদয়ে জাগিবে
মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে
এক অনন্ত কালের প্রেম ভালোবাসা।