অপেক্ষার শেষ অবসান কবে জানি না !
অশ্রু সিক্ত নয়নে তোমাকে আজ বলছি ,
তোমার অপেক্ষায় কত যুগ,
কত দিবা- রাত্রি প্রহর সাধন পথে করেছি সাধনা,
তুমি একটি বারো দেখা দিলেনা ভগবান।
অদৃশ্য ভালো বাসা টা বহিঃপ্রকাশ ঘটেছে,
কিন্তু তুমি বলেছিলে সাধন পথই মুক্তি ,
তাই- একটি নাম অনবরত ডেকে ডেকে
আমি আজ শেষ বিয়ের পিরিতে!
সেই নামটি তোমার ভগবান!
তুমি জানো সব জানো  
অন্তর্যামী!তুমি দেখ সব দেখ,
হৃদয় মাঝে তোমার নাম শ্বাস প্রশ্বাসে উচ্চারিত,
তোমার নামে স্মারকলিপি
আমার চিঠিপত্র লিপিবদ্ধ পাঠিয়েছি,
প্রতিদিন তোমার অজানা ঠিকানায়।
কিন্তু ঠিকানাবিহীন চিঠি গুলো নিয়ে এসেছে  আজ  যমদূত  
তোমার কাছে যেতে শেষ বিয়ের পিরিতে আমার মৃত্যু!
আমি ধন্য ভগবান!