দুঃখ কষ্টের অনুতাপে
মুখে নাহি ছিলো বাক
দুঃখ কষ্টের ছিলো ছাপ।
কত অসহায় ছিনু
কত কাঁদন কাঁদিনু?
অবশেষে হায়!
ঢাকা শহর আসিনু।
দিবানিশি ভাবনা,
কিসে পাব কাজ?
কিসে হবো মানুষ
বড় হবো কিসে?
বুক ভরা আশা নিয়ে জীবনে
সূখের খোঁজে পথ চলা।
যদি না থাকে কপালে সুখ
পাইবে না জীবনেও সুখ।