সকালে আমি উঠি
সারাদিন কাজ কর্ম করি
সন্ধ্যা হলে বাড়ি ফিরি।
কোনদিন একটু দেড়ি হলে
অর্চনা ঘুমাওনা জানি।
শোন অর্চনা_
সুখ তুমি আমার হৃদয়ে
তোমায় বিঁধে বারবার।
তুই আমার সহধর্মনী
ভগবানের পুজা অর্চনা
করবে নিত্যবেলা,
নিশ্চয় হবে একদিন
তোমার আর আমার
সুখের সংসার।
একদিন একটা সূর্য উঠবে
দেবে একফালি রোদ্দুর
সেই রোদ্দুরে ফুটবে ফুল।
বলবে এসে ধুলোমাখা গাঁয়ে
মা মা মা বাবা বাবা বাবা।
সেই দিন মনে হবে সমস্ত সুখ
তোমার আর আমার
নাম দিব তার সত্যমূর্তি।